ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানচলাচলের তৃতীয় দিনে ২৫ লাখ ৬ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে। (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ টোল আদায় হয়েছে।
এই সময়ে মোট ৩০ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে। এসব গাড়ির মধ্যে বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, ফার্মগেট পথে ১৫ হাজার ৬৯০টি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেট পথে ৩ হাজার ৬১৯টি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দর পথে ২ হাজার ৮৯৮টি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের পথে ৮ হাজার ৭১২টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করেছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। যানজট থেকে স্বস্তি পেতে গত শনিবার (২ সেপ্টেম্বর) উদ্বোধন করা হয় দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর সংলগ্ন কাওলা থেকে ফার্মগেট অংশ। পরদিন রোববার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে এর ওপর দিয়ে শুরু হয় যান চলাচল। যানচলাচল শুরুর প্রথম টোল আদায় হয়েছিল ১৮ লাখ ৫২ হাজার টাকা। দ্বিতীয় দিনে ২১ লাখ ৯৭ হাজার ৪০ টাকার টোল আদায় হয়েছে। অর্থাৎ ৩ দিনে টোল আদায় হয়েছে ৬৫ লাখ ৫৬ হাজার ৭২০ টাকা।
/এমএন

