Site icon Jamuna Television

আলুর বাজারে অস্থিরতা: সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৫ টাকা

আলুর বাজারে নৈরাজ্য থামছে না। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। রাজধানীর বাজারে কাটিলাল ও ডায়মন্ড জাতের প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়। আর আড়তে ৫ কেজির পাল্লা বিক্রি হচ্ছে ২০০ টাকা। যদিও খুচরা দোকানদারদের দাবি, প্রতি কেজিতে মুনাফা হচ্ছে মাত্র এক টাকা।

কয়েক মাস ধরেই আলুর বাজারে অস্থিরতা বিরাজ করছে। সরকারি সংস্থা কৃষি বিপণন অধিদফতেরর প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ হয় সাড়ে ১০ টাকা। ভরা মৌসুমে কৃষক বিক্রি করেন ১৫ টাকা দরে। অথচ হাত বদলে হিমাগারের সংরক্ষিত আলু মৌসুম শেষে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।

তবে প্রতি কেজি ফেন্সি জাতের আলু খুচরায় বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকায়। পাইকারিতে ৮ থেকে ১০ টাকা কম। আড়ৎ থেকে বেশি দামে কেনার অযুহাত দেখাচ্ছেন দোকানদাররা।

অন্যদিকে, ক্রেতারা বলছেন, হাতবদলের প্রতি ধাপেই নজরদারি প্রয়োজন। এখন পর্যন্ত আলুর বাজারে কোনো ধরনের তদারকি নেই।

/এমএন

Exit mobile version