Site icon Jamuna Television

পাল্টা অভিযানে মৃত্যু হয়েছে ৬৬ হাজারের বেশি ইউক্রেন সেনার: রুশ প্রতিরক্ষা মন্ত্রী

রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। ছবি: সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরুর পর ইউক্রেনের ৬৬ হাজারের বেশি সেনার মৃত্যু হয়েছে। এমন দাবি করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। খবর এপির।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রুশ সেনাবাহিনীর সাথে এক বৈঠকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, কিয়েভ বাহিনীর ৭৬ হাজার অস্ত্র ধ্বংস হয়েছে পাল্টা অভিযানে। শোইগু জানান, সবচেয়ে তীব্র লড়াই চলছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়ায়। অঞ্চলটির মস্কোপন্থী প্রশাসনের দাবি, যুক্তরাজ্যের দেয়া ‘চ্যালেঞ্জার টু’ ট্যাংক ধ্বংস করেছে পুতিন বাহিনী। বেলগোরদে ইউক্রেনের ছোঁড়া গোলার আঘাতে একজনের মৃত্যু ও একজন আহত বলে দাবি মস্কোর।

একদিন আগেই, এক বক্তব্যে ইউক্রেনের পাল্টা অভিযানকে ব্যর্থ বলে আখ্যা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান দ্য স্টাডি অব ওয়ার এর তথ্য মতে, জাপোরিঝিয়ার কিছু অঞ্চলে অগ্রসর হয়েছে ইউক্রেনীয় বাহিনী।

/এএম

Exit mobile version