Site icon Jamuna Television

শনিবার ঢাকায় গণমিছিলের ঘোষণা বিএনপির

সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবীসহ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শনিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই গণমিছিল করা হবে। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা রাজনৈতিক দল-জোটগুলোও এই কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎভাবে আন্দোলন করছে বিএনপিসহ ৩৬টি রাজনৈতিক দল। এছাড়া, পৃথকভাবে আন্দোলন করছে আরও কয়েকটি দল।

/এএম

Exit mobile version