Site icon Jamuna Television

ফেদেরারের রেকর্ড ভেঙে সেমিতে জোকোভিচ

ইউএস ওপেনের সেমিতে উঠে রেকর্ড গড়লেন নোভাক জোকোভিচ। ছবি: সংগৃহীত

ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন নোভাক জোকোভিচ। নবম বাছাই টেইলর ফ্রিৎজকে সরাসরি সেটে হারিয়ে গ্র্যান্ড স্ল্যামের সর্বাধিক ৪৭তম সেমিতে ওঠার কীর্তি গড়েছেন এই সার্বিয়ান।

নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেটে দুর্দান্ত দাপট দেখান জোকোভিচ। প্রথম সেটে ৬-১ গেমে আমেরিকান ফ্রিৎজকে উড়িয়ে দেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। দ্বিতীয় ও তৃতীয় সেটে হয়েছে কিছুটা লড়াই। কিন্তু ২ ঘণ্টা ৩৫ মিনিটের লড়াইয়ে শেষ দুই সেটে সমান ৬-৪ ও ৬-৪ গেমের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন জোকোভিচ।

এ নিয়ে গ্র্যান্ড স্ল্যামে সর্বোচ্চ ৪৬ সেমি ফাইনাল খেলার রেকর্ড ভেঙ্গে ৪৭তম সেমিতে জায়গা করে নেন জোকো। পুরুষদের টেনিসে সিঙ্গলস প্লেয়ারদের মধ্যে ৪৬ বার গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে পৌঁছেছিলেন ফেদেরার। রাফায়েল নাদাল সেমিতে খেলেন ৩৮ বার।

/এএম

Exit mobile version