Site icon Jamuna Television

সাজেক যাওয়ার পথে ঢাবি শিক্ষার্থীকে অপহরণ

রাঙ্গামাটির সাজেকে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে সাজেকে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী গাড়ি গতিরোধ করে। এরপর তাকে অপহরণ করে নিয়ে যায়।

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, অপহরণের শিকার ছাত্রীর নাম দ্বীপিতা চাকমা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী, বাড়ি খাগড়াছড়িতেই।

তিনি আরও বলেন, তাকে উদ্ধারে সাঁড়াশি অভিযান চলছে। আমরা আশাবাদী শিগগির তাকে উদ্ধার করতে পারব।

এটিএম/

Exit mobile version