Site icon Jamuna Television

ফখর জামানকে ফেরালেন শরিফুল

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসারদের বোলিং তোপে মাত্র ১৯৩ রানে অলআউট হয়ে যায় সাকিব আল হাসানের দল। ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ারপ্ল’র শেষ ওভারে ফখর জামানকে সাজঘরে ফেরান শরিফুল।

বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৯৪ লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তানের দুই ওপেনারকে খানিকটা চাপে রাখেন টাইগার পেসার শরিফুল ইসলাম। চতুর্থ ওভারে উইকেটের দেখা পেতে পারতো বাংলাদেশ। শরিফুলের অফ স্টাম্পের বাইরের বলে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন ফখর। তবে একটু সামনে ঝুঁকে সেটা লুফে নিতে পারেননি নাইম শেখ।

৫ম ওভারে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের এক পাশের ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়ায় খেলা বন্ধ হয়ে যায়। তবে ১৫ মিনিট পর আবারও খেলা শুরু হয়। পাওয়ারপ্লে’র শেষ ওভারে বাংলাদেশকে ব্রেুক থ্রু এনে দেন শরিফুল। বাঁহাতি এই পেসারের গুড লেংথ ডেলিভারিতে ফখরকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি ২০ রান করা এই বাঁহাতি ব্যাটারের।

শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৪ রান। ইমাম উল হক ব্যাট করছেন ১৮ রান নিয়ে এবং অধিনায়ক বাবর আজম ব্যাট করছেন ৫ রানে।

/আরআইএম

Exit mobile version