Site icon Jamuna Television

সাজেকে অপহৃত সেই ঢাবি শিক্ষার্থী উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে যাওয়ার পথে দ্বীপিতা চাকমা (২৪) নামে অপহৃত পর্যটক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে উদ্ধার করেছে সাজেক থানা পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় দ্বীপিতা চাকমাকে সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম থেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ।

পুলিশ সুপার জানান, সাজেক থানাধীন সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম এলাকা থেকে সাজেক থানা পুলিশ অপহৃত পর্যটক ও ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার করেছে। ওই ছাত্রী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। বেলা সোয়া ১২টার দিকে সাজেকে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী গাড়ি গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে।

এর আগে, বুধবার বেলা আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিজকছড়া এলাকা থেকে দ্বীপিতা চাকমা অপহরণ করা হয়েছিল। তারা ৩৪ জন সাজেক বেড়াতে যাচ্ছিল।

এটিএম/

Exit mobile version