Site icon Jamuna Television

শরীয়তপুরে ভুল প্রশ্নপত্রে ১ ঘণ্টা ২০ মিনিট চললো এইচএসসি পরীক্ষা

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর সদরের ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এক ঘণ্টা ২০ মিনিট চললো এইচএসসি পরীক্ষা। প্রাথমিকভাবে এ ঘটনায় জড়িত দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পরীক্ষা কেন্দ্রে ভুলবঃশত সেট ২ এর পরিবর্তে সেট ৪ দিয়ে পরীক্ষা শুরু করা হয়। নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ২০ মিনিট অতিবাহিত হওয়ার পরে কর্তব্যরত শিক্ষকগণ বুঝতে পারলে নতুন সেট দিয়ে পরীক্ষা দেন শিক্ষার্থীরা।

ভুক্তভোগী পরীক্ষার্থীরা জানান, সঠিক সেটে তাদের ১ ঘণ্টা ২০ মিনিটে পরীক্ষা নেয়া হয়েছে। তারা এ সংক্ষিপ্ত সময়ে সব প্রশ্নের উত্তর লিখতে পারেননি। এখন পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কা করছেন তারা।

তবে ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ কেন্দ্রের হল সুপার মনিরুল ইসলাম বলেন, ভুল করে এমন ঘটনা ঘটেছে। তারা বুঝতে পেরে সঠিক প্রশ্নের সেট সরবরাহ করেছেন। তার দাবি, পরীক্ষার্থীদের সময় বাড়িয়ে দেয়া হয়েছিল।

এটিএম/

Exit mobile version