Site icon Jamuna Television

চাকরি হারালেন স্পেন নারী দলের কোচ হোর্হে ভিলদা

ছবি: সংগৃহীত

পদকমঞ্চে খেলোয়াড় হেনি হেরমোসোর ঠোঁটে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেসের চুমু খাওয়া কাণ্ডে এবার চাকরি হারালেন বিশ্বচ্যাম্পিয়ন দলটির কোচ হোর্হে ভিলদা।

এ ঘটনায় স্পেনের প্রধানমন্ত্রীও রুবিয়ালেসের ওপর চটেছেন, ফিফা তাকে নিষিদ্ধও করেছে। এরপরও রুবিয়ালেসকে সমর্থন দিয়ে গেছেন বিশ্বকাপ জেতানো কোচ হোর্হে ভিলদা। রুবিয়ালেসের পাশে দাঁড়ানোই শেষ পর্যন্ত কাল হলো ভিলদার। তাকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

ফিফা রুবিয়ালেসের ওপর নিষেধাজ্ঞা দেয়ার পর পেদ্রো রোচাকে অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। তার নেতৃত্বাধীন নবগঠিত বোর্ডই ৪২ বছর বয়সী ভিলদাকে ছাঁটাই করেছে। তবে বরখাস্তের কারণ জানানো হয়নি।

/আরআইএম

Exit mobile version