Site icon Jamuna Television

মুক্তিযোদ্ধা এম এ সামাদ আর নেই

আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ও মুক্তিযোদ্ধা এম এ সামাদ আর নেই। রোববার রাত ৯ টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই মুক্তিযোদ্ধা। দাফনের উদ্দেশ্যে মরহুমের লাশ তার গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়ীয়া নেয়া হয়েছে। আজ বাদ আছর মঠবাড়ীয়া কেন্দ্রীয় ঈদ্গাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এম এ সামাদ আগরতলা ষড়যন্ত্র মামলার ৮ নম্বর আসামি। মুক্তিযুদ্ধের সময় তিনি বিমান বাহিনীতে কর্মরত ছিলেন।

১৯৭২ থেকে ‘৭৭ সাল পর্যন্ত তিনি পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এম এ সামাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ৱ

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version