Site icon Jamuna Television

তুরস্কের গভীর গুহা থেকে মার্কিন অভিযাত্রিক উদ্ধার

টানা তিনদিনের চেষ্টার পর তুরস্কের গভীর গুহা থেকে উদ্ধার করা হলো মার্কিন এক অভিযাত্রীক। গত শনিবার (২ সেপ্টেম্বর) মারসিন এলাকায় রোমাঞ্চকর এক অভিযানে যান মার্ক ডিকে। পার্বত্য এলাকাটিতে রোমাঞ্চকর যাত্রা শুরুর পর অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর রয়টার্সের।

তুরস্ক প্রশাসন জানায়, আবিষ্কারের নেশায় দেশটির তৃতীয় গভীর গুহা মোরকায় নামেন মার্ক ডিকে। যা ৪ হাজার ১৮৬ ফুট গভীর। কোনো বাধাবিঘ্ন ছাড়া সুস্থ একজন অভিযাত্রীকের ভূ-ভাগে নামতে ১৫ ঘণ্টা সময় লাগে। কিন্তু ভেতরে অক্সিজেনের অভাব এবং ক্ষতিকর গ্যাসের প্রভাবে মার্কের রক্তক্ষরণ শুরু হয়। পাঠান জরুরি সতর্কবার্তা এরপরই জ্ঞান হারান।

বুধবার (৬ সেপ্টেম্বর) তাকে উদ্ধার করে তুর্কির বিশেষজ্ঞ দল। পাশাপাশি হাঙ্গেরিও সহযোগিতা করেছে। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। তুর্কি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মার্কের পরিবার।

/এমএন

Exit mobile version