Site icon Jamuna Television

গাজীপুরে মিলন হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

গাজীপুরে ব্যবসায়ী মিলন ভূইয়া হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রাজিব হোসেন, কাইয়ুম, ফারুক হোসেন, রাজিব, শফিকুল ইসলাম, মোহাম্মদ আলী হোসেন ও মোহাম্মদ আলী।

মামলার বিবরণে জানা যায়, নিহত মিলন ভূইয়া নির্মাণ কাজে ব্যবহৃত বাঁশ, কাঠ, প্লেন সিটের ব্যবসা করতেন। সেই ব্যবসার পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে আসামিদের সাথে তার বিরোধ হয়। ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় গাজীপুর মহানগরের ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে আসামিরা মিলনকে হত্যা করে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version