Site icon Jamuna Television

দেশে প্রথম রো রো ফেরির সুবিধাযুক্ত যাত্রীবাহী জাহাজ চলাচল উদ্বোধন

দেশে প্রথমবারের মতো ঢাকা-ভোলা নৌপথে রো রো ফেরির সুবিধাযুক্ত যাত্রীবাহী জাহাজ ‘কার্নিভাল ক্রুজ’ ও ‘কার্নিভাল ওয়েব’ উদ্বোধন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে জাহাজ দুইটির উদ্বোধন করেন তিনি।

১৫ সেপ্টেম্বর থেকে জাহাজ দুইটি রাজধানীর হাসনাবাদ ফেরিঘাট থেকে চলবে। এই জাহাজ যাত্রীর পাশাপাশি যানবাহন পারাপার করবে। কার্নিভাল ক্রুজে গাড়ি ধারণক্ষমতা ৪০টি। যাত্রীদের জন‍্য এতে আরামদায়ক আসন, মানসম্পন্ন কেবিন, রেস্টুরেন্ট ব‍্যবস্থা থাকছে। ঢাকা থেকে ছেড়ে যাবে সকাল ৮টায় এবং ভোলার ইলিশা থেকে ছাড়বে রাত ৯টায়।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন নিজের পরিচয়ে পরিচিত। তাই বাংলাদেশকে এখন আমেরিকাসহ পশ্চিমারা সমীহ করে চলে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন নৌ-যোগাযোগে অনেক এগিয়েছে।

/এমএন

Exit mobile version