Site icon Jamuna Television

আবার একসাথে শাকিব-বুবলী

ছবি ফেসবুক।

বিভিন্ন সময় কথা-পাল্টা কথার ফুলঝুরি ছুটিয়েছেন তারা। তা দেখে সাকিব-বুবলীর দূরত্ব আর ঘুচবে কিনা সে সন্দেহও শুরু করেছিল অনেকে। কিন্তু ফের একসঙ্গে দেখা গেল ঢালিউড কিং শাকিব খান ও বুবলীকে। তবে এবার উপলক্ষ্য সন্তানের স্কুল। ঢালিউড এই দম্পতির একমাত্র সন্তান শেহজাদ খান বীর স্কুলে যাওয়া শুরু করেছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) শেহজাদকে রাজধানীর ইংরেজি মাধ্যম স্কুল ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) ভর্তি করানো হয়েছে।

ছবি ফেসবুক।

আনন্দঘন এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বুবলী নিজের ফেসবুকে বীরের প্রথম দিনের স্কুল যাত্রার ছবি পোস্ট করেছেন । যেখানে শাকিব খান ও বুবলী বীরকে স্কুলে নিয়ে যাচ্ছেন এমন ছবি দেখা যাচ্ছে।

বুবলী বলেন,আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহ্জাদের স্কুলের প্রথম দিন। স্মৃতিচারণ করে বুবলী লেখেন, এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাটি হাটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নম্বরও আছে। আলহামদুলিল্লাহ! অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে!

/এআই

Exit mobile version