Site icon Jamuna Television

সারাদেশে বিএনপি’র বিক্ষোভ, পুলিশের বাধা

খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ করেছে বিএনপি’র নেতাকর্মীরা।
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে আজ এ কর্মসূচি পালন করা হয়।

এদিকে সকালে গাজীপুরে কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন বিএনপি’র নেতাকর্মীরা। কার্যালয়ের সামনে জড় হয়ে শতাধিক নেতাকর্মী মানববন্ধন শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। বাক-বিতন্ডার এক পর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হন ১০ জন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়। এছাড়া, একই দাবিতে চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাতেও মানববন্ধন করা হয়।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version