Site icon Jamuna Television

মাঠের উত্তেজনা ডাগআউটে, লাল কার্ড দেখলো আফগান কোচ

গোলশূন্য প্রথম ম্যাচের পর বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় ম্যাচেই ছড়ালো উত্তেজনা। প্রীতি ম্যাচে সম্প্রীতির বদলে মাঠে ও মাঠের বাইরে দেখা গেল উত্তাপ। সেটি এতটাই যে আফগান কোচকে লাল কার্ড দেখান রেফারি। বাদ পড়েননি বাংলাদেশের সহকারী কোট হাসান আল মামুনও।

বৃহস্পতিবার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের ১৭তম মিনিটে আফগানিস্তানের অধিনায়ক ফারশাদ নূরের কাছ থেকে বল কেড়ে ডান প্রান্তে রাকিব হোসেনের দিকে বাড়ান বিশ্বনাথ ঘোষ। সেখানে ট্যাকল হলেও তা খুব একটা স্পষ্ট ছিল না। এরপর রাকিবকে ঠেকাতে গিয়ে ফাউল করেন আফগান ডিফেন্ডার। এই ঘটনায় দুই দলের খেলোয়াড়দের মাঝে সৃষ্টি হয় উত্তেজনা। সেটি যেন স্পর্শ করে গেল আফগানিস্তানের কোচ আবদুল্লাহ আল মুতাইরিকে। আচমকা তিনি তেড়ে যান বাংলাদেশের ডাগআউটের দিকে। বিতর্কে জড়ান বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুনের সঙ্গে। সেটি তুমুল ঝগড়ায় পৌঁছাতে সময় লাগেনি।

অন্যদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরপর আবদুল্লাহকে লাল কার্ড দেখান রেফারি। তাতে হিতে বিপরীত ঘটে। ক্ষিপ্ত হয়ে খেলোয়াড়দের মাঠ থেকে উঠে আসার নির্দেশ দেন কোচ।

আফগানিস্তানের বাকি কোচিং স্টাফরা কোচকে বুঝিয়ে শান্ত করেন। এসময় হাসান আল মামুনকেও লাল কার্ড দেখান রেফারি। বৃষ্টিবিঘ্নিত প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে গোল করেন আফগানিস্তানের ৯ নম্বর জার্সিধারী জাবের সারজা। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে তিনি দলকে এগিয়ে দেন। এরপরই খেলায় ফিরতে মরিয়া হয়ে উঠে ক্যাবরেরার শিষ্যরা। ৬২ মিনিটে মাঝমাঠের কাছাকাছি থেকে রাকিবের পাস পেয়ে ক্রস করেন বিশ্বনাথ ঘোষ। সেখান থেকে গোল করতে ভুল করেননি মোরসালিন। এরপর বাংলাদেশ এগিয়ে যাওয়ারও সুযোগ পেয়েছিল। কিন্তু সুযোগ কাজে লাগাতে না পারায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।

Exit mobile version