Site icon Jamuna Television

স্বর্ণ গায়েবের ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে: ডিবি

ডিবি প্রধান হারুন অর রশীদ। ছবি: ফাইল

শাহজালাল বিমানবন্দরে কাস্টম গুদামে স্বর্ণ গায়েবের ঘটনায় যারাই জড়িত থাকুক শাস্তির আওতায় আনা হবে। মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সাংবাদিকদেরকে এই কথা বলেন ঢাকার ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

গোয়েন্দা পুলিশ বলছে, ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় চার কর্মকর্তা এবং চার সিপাহীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। আগে ও পরে সেখানে যারা দায়িত্ব পালন করেছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার সময় সিসি ফুটেজ গায়েব কেন সেই তদন্তও হচ্ছে। স্বর্ণ গায়েবে শীর্ষ কেউ জড়িত থাকলে ছাড় পাবে না বলে জানান কর্মকর্তারা।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, এরকম স্পর্শকাতর এলাকায়, যেখানে সাধারণ কেউ ঢুকতে পারে না, সেখানে চোর কীভাবে ঢুকলো সেটাও প্রশ্নবোধক।

এটিএম/

Exit mobile version