Site icon Jamuna Television

ড. ইউনূসের পরিবারের বিষয়ে খোঁজ নিতে বিশেষ কোনো নির্দেশ নেই: পুলিশ

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি।

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পরিবারের সদস্যদের বিষয়ে খোঁজ নিতে চট্টগ্রাম পুলিশের বিশেষ কোনো নির্দেশ নেই বলে জানিয়েছেন জেলার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ। তিনি বলেন, বিট পুলিশ কিংবা থানা পুলিশ এলাকার সবার পরিবারের খোঁজ খবর রাখেন, তারই অংশ হিসাবে যেতে পারে।

একজন পুলিশ সদস্য গত ৩ সেপ্টেম্বর ড. ইউনূসের গ্রামের বাড়িতে গিয়ে তার ও তার ছেলেসহ পরিবারের সম্পর্কে জানতে চেয়েছেন এমন সংবাদ প্রকাশিত হয় কয়েকটি গণমাধ্যমে। একটি গণমাধ্যমে ড. ইউনূসের ছোট ভাই মইনুল আনাম দাবি করেন, গ্রামের বাড়ির একজনের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে তার সাথে কথা বলেন এক পুলিশ সদস্য। তার ভাইয়ের পরিবার সম্পর্কে জানতে চান।

এ বিষয়ে জানতে চাওয়া হয় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে। অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ বলেন, ড. ইউনূস বা তার পরিবারের কেউ ওই এলাকায় থাকেন না। এটা আমরা সবাই জানি। বিট পুলিশ কিংবা থানা পুলিশ এলাকার সবার পরিবারের খোঁজ খবর রাখেন, তারই অংশ হিসাবে যেতে পারে। তবে পুলিশের বিশেষ শাখার এ রকম কোনো নির্দেশনা নেই।

এদিকে, খোঁজ নেয়ার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল আলম। ড. ইউনূসের বাসায় খোঁজখবর নেয়ার জন্য থানা পুলিশেরও কেউ যায়নি বলে জানান তিনি।

Exit mobile version