Site icon Jamuna Television

ট্রেনের ছাদে ভ্রমণকালে গাছের ডালে ধাক্কা লেগে ১৫ চবি শিক্ষার্থী আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ছাদে উঠে ক্যাম্পাসে ফেরার পথে গাছের ডালের সাথে ধাক্ক লেগে আহত হয়েছেন অন্তত ১৫ জন শিক্ষার্থী৷ এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ তারা গাছের ডালের সাথে ধাক্কা লেগে ছাদ থেকে নিচে পড়ে যান৷

শাটলে থাকা শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালের পর থেকের চৌধুরীহাট এলাকায় একটি গাছের ডাল নিচের দিকে হেলে পড়ে৷ যা কারো নজরে আসেনি৷ রাত ৯টার দিকে শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটলটি চৌধুরীহাট এলাকায় গেলে অন্ধকারে হেলে পড়া ডালটি দেখতে পাননি ছাদে ওঠা শিক্ষার্থীরা৷

আহত শিক্ষার্থীদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর কয়েকজনকে নেয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে৷ রেলওয়ে ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

এটিএম/

Exit mobile version