Site icon Jamuna Television

‘৩০ অক্টোবরের পর যেকোনো দিন তফসিল’

৩০ অক্টোবরের পর যেকোনো দিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। আজ সোমবার সকালে নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এসময় ইসি সচিব জানান, তফসিল ঘোষণার পর ভোটগ্রহণে তালিকা প্রকাশ ও প্রশিক্ষণের আয়োজন করা হবে। এবারের জাতীয় নির্বাচনে ভোটার সংখ্যা ১০ কোটি ৪১ লাখ। ৪০ হাজার ১৯৯টি কেন্দ্রে নেয়া হবে ভোটগ্রহণ।

হেলালুদ্দীন আহমদ জানান, এবার প্রায় ৭ লাখ কর্মকর্তা নির্বাচনের সময় দায়িত্ব পালন করবেন। ২৫ সেপ্টেম্বরের মধ্যে মাঠপর্যায়ে ভোটার তালিকার সিডি পাঠানো হবে।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version