Site icon Jamuna Television

এবার অক্ষয়ের সিনেমার নাম থেকে বাদ পড়লো ‘ইন্ডিয়া’

সংগৃহীত ছবি।

চলমান নাম বিতর্কে এরইমধ্যে উত্তপ্ত ভারতের রাজনৈতিক অঙ্গন। এ বিতর্কের মাঝেই জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত নতুন সিনেমার নাম ‘মিশন রানীগঞ্জ: দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’ নাম বদলে করা হয়েছে ‘মিশন রানীগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’। খবর হিন্দুস্তান টাইমস।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মুভিটির টিজার ইউটিউবে রিলিজ করা হয়েছে। মূলত সিনেমার টিজারে দেখানো হয়, ১৯৮৯ সালে ভারতের রানীগঞ্জের কয়লাখনিতে আটকে পড়েছিলেন বহু মানুষ। সেই রাতে মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন যশবন্ত সিং গিল। এবার সেই যশবন্ত হয়ে পর্দায় আসতে চলেছেন অক্ষয় কুমার।

তবে চলমান ‘ভারত’ নাকি ‘ইন্ডিয়া’ নাম বিতর্কের মাঝেই ছবির নাম বদলে অক্ষয় তার টুইটারে পোস্ট করায় শুরু হয় তুমুল সমালোচনা। এক ভক্ত অক্ষয়ের পোস্টে লিখেন, প্রথমে ইন্ডিয়া’র ট্রু হিরো থেকে ভারতের ট্রু হিরো লিখলেন, এমন কেন?

আসন্ন ৬ অক্টোবর  ভারতজুড়ে সিনেমাটি মুক্তি পাবে।

/এআই

Exit mobile version