Site icon Jamuna Television

নির্বাচনের সময় সীমান্ত সুরক্ষিত রাখতে ভারত-মিয়ানমারের সহযোগিতা চেয়েছে বিজিবি

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম

বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম জানিয়েছেন, জাতীয় নির্বাচনের সময় সীমান্ত সুরক্ষিত রাখতে ভারত-মিয়ানমারের সহযোগিতা কামনা করা হয়েছে। এসময় বিজিবির রুটিন কাজ ছাড়া বাকি কার্যক্রম বন্ধ থাকবে। আজ সোমবার সকালে পিলখানায় বিজিবির কার্যক্রম ও সীমান্ত এলাকায় বিজিবির কার্যক্রমের উন্নয়ন বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিজিবি মহাপরিচালক দাবি করেন, এ বছর বাংলাদেশ-ভারত সীমান্তে মাত্র এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এটি শূন্যের কোটায় নামিয়ে আনতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে সীমান্ত সম্মেলনে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বিজিবি মহাপরিচালক বলেন, অস্ত্র চোরাচালানরোধে অতিরিক্ত নজরদারি করা হচ্ছে। কুড়িগ্রাম ও কুমিল্লার দুটি স্থানকে ক্রাইম ফ্রি এলাকা হিসেবে ঘোষণার জন্য যাচাই-বাছাই চলছে।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version