Site icon Jamuna Television

সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ বাড়বে জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু সংক্রমণের কবলে বাংলাদেশ। সেপ্টেম্বরে বাড়বে রোগীর সংখ্যা। নিয়মিত সংবাদ বিবৃতিতে এমন উদ্বেগ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম।

তিনি বলেন, এপ্রিল মাসে বাংলাদেশে দেখা দেয় মশাবাহিত রোগটির প্রকোপ। যা আগস্ট মাসে ভয়াবহ আকার ধারণ করে। একমাসেই ৩০০ মানুষ প্রাণ হারিয়েছেন ডেঙ্গুতে- এই তথ্যও তুলে ধরেন ডব্লিউ-এইচও মহাপরিচালক। জানান, পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ে তারা বিশেষজ্ঞ মোতায়েন করেছেন।

তিনি আরও বলেন, সার্বিকভাবে নজরদারি জোরদারে কর্তৃপক্ষকে সহায়তা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সাথে গবেষণাগারের সক্ষমতা এবং আক্রান্ত জনগোষ্ঠীর মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতেও সহায়তা করা হচ্ছে।

সতর্ক করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু, চিকুনগুনিয়া, পীতজ্বর ও জাইকার মতো মশাবাহিত রোগ দূর-দূরান্তে ছড়িয়ে পড়ছে।

এটিএম/

Exit mobile version