Site icon Jamuna Television

মাঝ আকাশে বিমানবালাকে চুমুর চেষ্টা, গ্রেফতার বাংলাদেশি যুবক

মাঝ আকাশে এক ভারতীয় বিমানবালাকে চুমু খাওয়ার চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে ভারতের মুম্বাই পুলিশ। তিনি ওমানের রাজধানী মাস্কাট থেকে মুম্বাই হয়ে ঢাকায় ফিরছিলেন। খবর এনডিটিভির।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে মুম্বাই পুলিশ। অভিযুক্তের নাম মো. দুলাল।

এ বিষয়ে মুম্বাই পুলিশের এক কর্মকর্তা বলেন, আমরা খুঁজে বের করেছি অভিযুক্ত যাত্রীর নাম মো. দুলাল। তিনি একজন বাংলাদেশি। তিনি ভিস্তারা এয়ারলাইনসের ফ্লাইটে মাস্কাট থেকে মুম্বাই হয়ে ঢাকা যাচ্ছিলেন। বিমানটি মুম্বাইয়ে অবতরণ করার আধা ঘণ্টা আগে তিনি নিজের আসন থেকে উঠে দাঁড়ান এবং এক বিমানবালাকে জড়িয়ে ধরেন। এরপর তাকে চুমু দেয়ার চেষ্টা করেন।

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, এমন ঘটনায় বিমানের অন্য ক্রুরা এগিয়ে গেলে তিনি তাদের বাধা দেন। বিমানের ভেতর এমন আচরণে তাকে সতর্ক করেন পাইলটও। কিন্তু ওই ব্যক্তি তাতেও কর্ণপাত করেননি।

এরপর বিমানটি মুম্বাইয়ে অবতরণ করার পর তাকে তুলে দেয়া হয় পুলিশের হাতে। দায়ের করা হয় এফআইআর। তারপর তাকে আদালতে তোলা হয়। আদালত তাকে শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

এটিএম/

Exit mobile version