Site icon Jamuna Television

ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু

ডেঙ্গুজ্বরে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ১৫ জনের। এ নিয়ে চলতি বছর প্রাণহানির সংখ্যা হলো ৭০৬। চলতি মাসেই মারা গেছে ১১৩ জন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য বলছে, গেলো দিন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৪২ জন। রাজধানীতে মৃতের হার এখন শূন্য দশমিক আট শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজধানীতে ১১ জন, বাকি ৪ জন ঢাকার বাইরে। শেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭৬ জন রোগী। চলতি মাসের প্রথম আট দিনে হাসপাতালে নতুন রোগীর সংখ্যা প্রায় ১৮ হাজার ৮৭৯।

এদিকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় রাজধানীর হাসপাতালগুলোতে চাপ অস্বাভাবিক হারে বেড়েছে।

এটিএম/

Exit mobile version