Site icon Jamuna Television

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৭০০

ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার (একদিনে) মধ্যে এই ১৫ জনের প্রাণহানি ঘটে।

একই সময়ে ১৮৭৬ জন ডেঙ্গু রোগী সরাদেশের হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩৪ জন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৫৮৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৫ হাজার ১৪ জন ও ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা ৭৭ হাজার ৫৭৩ জন।

এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সেরে উঠেছেন ১ লাখ ৩২ হাজার ১৫১ জন। এর মধ্যে ঢাকায় ৬০ হাজার ২৪১ জন এবং ঢাকার বাইরে সুস্থ হয়েছেন ৭১ হাজার ৯১০ জন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৭০৬ জনের।

/এমএন

Exit mobile version