মার্কিন দূতাবাস থেকে বের হয়ে নিজ বাসায় ফিরেছেন সদ্য বরখাস্ত হওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। এর আগে আজ বিকেলে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে পরিবারের সদস্যদের নিয়ে মার্কিন দূতাবাসে গিয়ে আশ্রয় চান এমরান।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিনি মার্কিন দূতাবাস থেকে বের হন। এরপর পুলিশি পাহারায় রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসায় ফেরেন তিনি।
এমরান আহম্মদ ভূঁইয়া জানান, শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দূতাবাসে অপেক্ষা করেছি। সরকারের পক্ষ থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে। দূতাবাসের কর্মকর্তারাও আমাকে আশ্বস্ত করেছেন। পরে পুলিশ এস্কট দিয়ে আমাকে বাসায় পৌঁছে দিয়েছে।
এর আগে, নিরাপত্তাহীনতার কথা বলে পরিবারসহ যুক্তরাষ্ট্রের দূতাবাসে যান এমরান আহম্মদ ভূঁইয়া। বন্ধের দিন হওয়ায় মূল ফটকের পাশে একটি কক্ষে তাকে বসিয়ে রাখেন সেখানকার নিরাপত্তাকর্মীরা।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) এমরান আহমেদ ভূঁইয়াকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি দিয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর (জিপি/পিপি শাখা) অনুবিভাগ থেকে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনটি গতকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জারি করা হয়।
সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ ল অফিসারস অর্ডার, ১৯৭২’ এর ৪(১) অনুচ্ছেদ অনুসারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়ার নিয়োগাদেশ জনস্বার্থে বাতিলক্রমে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
প্রসঙ্গত, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি-সংক্রান্ত বক্তব্য দিয়ে আলোচনায় আসেন এমরান আহমেদ ভূঁইয়া।
আরও দেখুন: ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরানকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন
এটিএম/

