Site icon Jamuna Television

সন্তানের মুখে ভাতের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

শিশু পুত্রের মুখে ভাত দেয়ার অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে বাবার। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার সময় ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের বড় মুচকুরনী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুখে ভাত অনুষ্ঠানে চলছিল গান। কিন্তু হঠাৎ বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে তা বন্ধ হয়ে গেলে বাবা লিটন ঘরে গিয়ে বিদ্যুৎ সংযোগ ঠিক করতে যান। এ সময় অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্টে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। স্বজনরা বাড়িতে প্রাথমিক চিকিৎসা শেষে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থায় অবনতি হলে ফরিদপুর নেয়ার পথে তিনি মারা যান। মুহূর্তের মধ্যে আনন্দ উৎসব পণ্ড হয়ে বাড়িতে নেমে আসে শোকের ছায়া।

নিহতের বড় ভাই বাবুল মিয়া বলেন, আজ অনুষ্ঠান করতে গিয়ে আমি ভাই হারালাম। ছোট শিশু রহমতউল্লাহ তার বাবা হারালো, একথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

এটিএম/

Exit mobile version