Site icon Jamuna Television

রোহিঙ্গা নিয়ে মন্তব্য করে মুকুট হারালেন মিস মিয়ানমার

রোহিঙ্গা নিয়ে মন্তব্য করায় মুকুট হারালেন মিস মিয়ানমার বিজয়ী সোয়ে ইয়েন সি। ২০১৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় মিস গ্র্যান্ড মিয়ানমার হিসেবে নির্বাচিত হন  সোয়ে।  প্রতিযোগিতার আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, সোয়েকে মুকুট, উত্তরীয়, পুরস্কারের অর্থ এবং ট্রফি সব কিছুই ফেরত দিতে হবে।

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে  বলা হয়, সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন ইয়েন সি যেখানে তিনি বলেন রাখাইনে যে সহিংসতা চলছে সেটার জন্য আরাকান রোহিঙ্গা স্যালভাশন আর্মি বা আরসা দায়ী।

ভিডিওতে তিনি আরাসাকে ইসলামপন্থী সম্প্রসারণবাদি আন্দোলন হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, আরসার পিছনে আন্তর্জাতিক ইন্ধন রয়েছে যাদের লক্ষ্য বেসামরিক মানুষ। প্রতারণার মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে আরসা।তিন মিনিট ৪১ সেকেন্ডের এই ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে আয়োজকরা তার মুকুট কেড়ে নেয়ার ঘোষণা দেয়। সোয়ে ইয়েন সি সম্মানজনক ইন্সটিটিউটের মাধ্যমে তার পুরস্কার হস্তান্তরের কথা জানিয়েছেন।

 

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version