Site icon Jamuna Television

টাঙ্গাইলে বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক, যোগাযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইল করেসপন্ডেন্ট:

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে বালুবাহী ট্রাক। ট্রাকটি ব্রিজ থেকে পড়ে পানির নিচে তলিয়ে যায়।

শুক্রবার (৮ সে‌প্টেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাক চালকসহ একাধিক আহত হ‌য়ে‌ছেন।

স্থানীয়রা জানান, দুল্লা এলাকার বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। শুক্রবার মধ্যরাতে বালুবাহী ট্রাকটি ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এতে জেলা শহরের সাথে উপজেলার সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। ফলে, কয়েক কিলোমিটার ঘুরে টাঙ্গাইল-নাগরপুর সড়কের এলাসিন হয়ে জেলা শহরে যেতে হচ্ছে। দ্রুততম সময়ে ব্রিজটি সংস্কারের আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ।

/এমএন

Exit mobile version