Site icon Jamuna Television

বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদের সাথে সেলফি তুলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৯ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে এ দুই নেতার মধ্যে অনানুষ্ঠানিক আলাপ হয়। এ সময় বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয় বলে জানিয়েছে দায়িত্বশীল একটি সূত্র।

সূত্রটি জানায়, অনানুষ্ঠানিক এই আলাপে দুই দেশের দ্বিপাক্ষিক বিষয় এবং দুই নেতার ব্যক্তিগত ও পারিবারিক ইতিহাস নিয়ে কথা হয়। তখন বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে ছিলেন তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় হাস্যোজ্জ্বল অবস্থায় সেলফি তোলেন জো বাইডেন।

এছাড়া, ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে মানসিক স্বাস্থ্য বিষয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

সম্মেলনের ফাঁকে শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদের সাথে একাধিক সেলফি তোলেন বাইডেন।

শনিবার নয়াদিল্লিতে শুরু হয়েছে জি-২০ সম্মেলন। সম্মেলনে যোগ দেয়া ছাড়াও আজ ব্যস্ততম দিন কাটাবেন শেখ হাসিনা। সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের কথা রয়েছে।

শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় সম্মেলনের প্রথম সেশন শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বিশ্ব সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। আরও একটি অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, জি-২০ সম্মেলনে যোগ দিতে গতকাল শুক্রবার ভারতে পৌঁছান জো বাইডেন ও শেখ হাসিনা। বহুপক্ষীয় এই আসরের অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোট ১৫টি দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলাপ-আলোচনা করবেন। গতকাল সন্ধ্যায় তা শুরু হয়েছে। এদিন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথ, শেখ হাসিনা ও জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসেন মোদি। বাকি নেতাদের সঙ্গে শনিবার শীর্ষ সম্মেলনের অবসরে মোদির আলোচনা হবে।

এই সম্মেলনে দক্ষিণ এশিয়া থেকে একমাত্র বিশেষ অতিথি হিসেবে মোদি আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। শুক্রবারে এই দুই নেতার বৈঠকে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঐকমত্য পোষণ করেছেন। উভয়ে বিদ্যমান সম্পর্ককে আরও জোরদার করতে কার্যকর পদক্ষেপ নিতে সম্মত হন।

/এমএন

Exit mobile version