Site icon Jamuna Television

ইউরেনিয়াম ব্যবহারে ক্যানসারের ঝুঁকির প্রমাণ নেই, দাবি পেন্টাগনের

ইউক্রেনকে ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র সরবরাহের পক্ষে সাফাই গাইলো যুক্তরাষ্ট্র। ইউরেনিয়াম ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি নিয়ে রাশিয়ার দাবি উড়িয়ে দিলো পেন্টাগন। তাদের দাবি, ইউরেনিয়াম ব্যবহারে স্বাস্থ্যঝুঁকির কোনো প্রমাণ নেই। খবর রয়টার্সের।

মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল-সিডিসি’ বিবৃতি দিয়েছে এ ইস্যুতে। সেখানে বলা হয়, হ্রাসকৃত ইউরেনিয়ামের সংস্পর্শে আসায় লিউকেমিয়া বা অন্য কোনো ক্যানসারে আক্রান্ত হওয়ার কোনো প্রমাণ মেলেনি। দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক আণবিক সংস্থা-আইএইএ’র প্রতিবেদনেও উল্লেখ আছে বিষয়টির।

ইউক্রেনকে নতুন করে এক বিলিয়ন ডলারের সামরিক ও মানবিক সহায়তা ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এই প্যাকেজের আওতায় থাকবে হাইমার্স মিসাইল সিস্টেম, জ্যাভেলিন অ্যান্টি ট্যাংক ক্ষেপণাস্ত্র, আব্রামস ট্যাংক-সহ অত্যাধুনিক অস্ত্র-সরঞ্জাম। দেয়া হবে সীমিত তেজষ্ক্রিয়তার ইউরেনিয়াম সমৃদ্ধ গোলাবারুদ।

এটিএম/

Exit mobile version