Site icon Jamuna Television

মরক্কোয় ভূমিকম্পে প্রাণহানি ২ হাজার ছাড়িয়েছে

ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কোয় প্রাণহানি ২ হাজার ছাড়িয়েছে। গুরুতর আহত আরও প্রায় দেড় হাজার মানুষ। উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী। খবর রয়টার্সের।

এই ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে দেশটির আল হাউজ প্রদেশে। বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন হাজার-হাজার মানুষ। এখনও বহু প্রত্যন্ত পাহাড়ি এলাকায় পৌঁছাতে পারেনি জরুরি বিভাগের সদস্যরা। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দুর্যোগ কবলিত এলাকাগুলোয়।

স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে দেশটিতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। বিখ্যাত নগরী মারাকেশ থেকে ৪৪ মাইল দক্ষিণ-পশ্চিমে, আটলাস পর্বতে ছিল এর কেন্দ্র। জোরালো কম্পন অনুভূত হয় রাজধানী রাবাত, ক্যাসাব্লাঙ্কা, আগাদির ও ইসাউইরা শহরেও।

তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ। আশ্রয়ের ব্যবস্থা, খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দেন তিনি।

/এমএন

Exit mobile version