Site icon Jamuna Television

এশিয়া কাপে আজ আবারও ভারত-পাকিস্তান মহারণ

এশিয়া কাপে ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসায় বাংলাদেশ সময় রোববার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।

এর আগে, গ্রুপ পর্বের প্রথম দেখায় শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানি পেসাররা দাপট দেখিয়েছিলেন। বৃষ্টির বাগড়ায় ক্যান্ডি ম্যাচে মাঠে নামা হয়নি পাকিস্তানি ব্যাটারদের।

তবে, এবার ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও গতকাল কড়া রোদ ছিল কলম্বোয়। আর তাই আত্মবিশ্বাসে ফুটছে পাকিস্তান। ম্যাচের একদিন আগেই একাদশও ঘোষণা করে বসে দলটি।

অপরদিকে, প্রেমদাসায় ভারতীয় দলের সুখস্মৃতি রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষেই ৩৭৫ রানের ইনিংস রয়েছে ভারতের। যা এই মাঠে ওয়ানড ম্যাচের সেরা স্কোর।

এছাড়া, প্রেমদাসায় ৪৬ ওয়ানডেতে ভারতের জয় আছে ২৩টিতেই। অন্যদিকে, পাকিস্তান ২৩ ম্যাচ খেলে জিতেছে ১৩টিতে।

/এমএন

Exit mobile version