Site icon Jamuna Television

৩ দিন ধরে উত্তাল লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবির

গেল তিনদিন ধরে ফের সংঘাত-সহিংসতায় উত্তাল লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরের পরিস্থিতি। শনিবার (৯ সেপ্টেম্বর) ফিলিস্তিনি সরকারপন্থী এবং কট্টর ইসলামিক গোষ্ঠীর মধ্যে সংঘাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে তিনজন। তিন দিনব্যাপী সহিংসতায় গুরুতর আহত অন্তত ৩০ জন। খবর এপির।

বৈরুত কর্তৃপক্ষ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে গেল শুক্রবার থেকে সশস্ত্র সংঘাত শুরু হয় শিবিরে। দুই পক্ষের পাল্টাপাল্টি গোলাগুলি ও বোমা হামলার ঘটনাও ঘটে। প্রাণভয়ে অনেকেই শিবির ছেড়ে পালাচ্ছেন অনেকে। আশপাশের এলাকাগুলোতেও ছড়িয়েছে আতঙ্ক।

এদিকে, শরণার্থী শিবিরে একের পর এক সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে লেবানন প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক করতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এর আগে গেল জুলাই মাসেও দুপক্ষের কয়েকদিন ব্যাপী সংঘাতে ১৩ জনের প্রাণহানি হয়।

এটিএম/

Exit mobile version