Site icon Jamuna Television

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ গেছে অন্তত ৭ জনের। রোববারের এ হামলায় আহত হয়েছে আরও ২৫ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বিকেলে মুজাহিদিন কমান্ডার আহমেদ শাহ মাসুদ স্মরণে একটি মিছিলের কাছে মোটরসাইকেল আরোহী এক হামলাকারী ঘটায় এই বিস্ফোরণ।

আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনকব বলে জানা গেছে। এদিকে এখনও ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রোববার সকালেই পুলিশের গুলিতে নিহত হয় আত্মঘাতী হামলার প্রস্তুতি নেয়া অপর এক হামলাকারী।

Exit mobile version