Site icon Jamuna Television

মস্কোয় চলছে মেয়র নির্বাচন, ভোট দিলেন পুতিন

রাশিয়ার রাজধানী মস্কোয় চলছে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ। শনিবার (৯ সেপ্টেম্বর) অনলাইনে ভোট দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।

তিনদিন ব্যাপী ভোটাভুটির দ্বিতীয় দিন ছিল শনিবার। সার্বিয়া থেকে কৃষ্ণ সাগরীয় উপকূল পর্যন্ত ২১টি অঞ্চলে চলছে স্থানীয় নির্বাচন চলছে।

রাশিয়ার সেন্ট্রাল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দিনে রায় জানিয়েছে ২০ শতাংশ ভোটার। গেল দু’দিনে তেমন একটা ভিড় ছিল না ভোটকেন্দ্রগুলোয়। কর্তৃপক্ষ জানায়, ৯০ শতাংশ ভোটই পড়েছে অনলাইনে। রাশিয়ার স্থানীয় নির্বাচনে ভোটগ্রহণকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে-বিপক্ষে আস্থাভোট হিসেবে বিবেচনা করেন বিশেষজ্ঞরা।

এটিএম/

Exit mobile version