Site icon Jamuna Television

এবার নার্সের চরিত্রে দেখা যাবে মিথিলাকে

ছবি: ইটিভি ভারতের।

ক্রীড়া সাংবাদিক দুলাল দে’র পরিচালনায় এবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা, জিতু কমল এবং শিলাজিৎ মজুমদার। তার এই ছবির নাম ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’। সম্প্রতি এই বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক দুলাল দে নিজেই। খবর আনন্দ বাজারের।

গুঞ্জন রয়েছে, এ সিনেমায় নার্সের চরিত্র করবেন মিথিলা। সিনেমাটিতে এ অভিনেত্রীকে নেয়ার কারণ ব্যাখ্যা করে পরিচালক বলেন, মিথিলা ছাড়া আর কারও মধ্যে এই চরিত্র খুঁজে পাইনি। তাই চরিত্রটি নিয়ে অন্য কাউকে প্রস্তাবও দেইনি। দেড় বছর আগে এই চরিত্রের বিষয়ে অভিনেত্রীর সঙ্গে কথা বলে রেখেছিলাম।

এছাড়াও গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির চরিত্রে দেখা যাবে জীতু কমলকে। সিনেমাটির গল্প গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ডকে কেন্দ্র করেই।

এদিকে অরণ্য চ্যাটার্জির বিভিন্ন অভিযান লিখে রাখেন তার জামাইবাবু সুদর্শন হালদার। অপরদিকে, সিনেমাটি জামাইবাবুর চরিত্রে দেখা যাবে গায়ক-অভিনেতা শিলাজিৎ মজুমদারকে।

এআই/এটিএম

Exit mobile version