Site icon Jamuna Television

নয়াদিল্লিতে মন্দিরে পূজা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

জি-টোয়েন্টি সম্মেলনের পাশাপাশি নয়াদিল্লির ঐতিহ্যবাহী মন্দিরগুলো পরিদর্শন করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং তার স্ত্রী। খবর ইন্ডিয়া টাইমসের।

ভারতীয় বংশোদ্ভুত এবং সনাতন ধর্মাবলম্বী হওয়ায় তাদের এই পদক্ষেপ। সেই ধারাবাহিকতায়, রোববার (১০ সেপ্টেম্বর) অক্ষরধাম মন্দিরে স্বস্ত্রীক যান ব্রিটিশ প্রধানমন্ত্রী। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকা। সেখানে তাদের স্বাগত জানান মন্দির কর্তৃপক্ষ। মোহন্ত স্বামী মহারাজের পক্ষ থেকে দেয়া হয় শুভেচ্ছা বার্তা। মন্দিরের মূল কমপ্লেক্সে পূজা দেন ঋষি সুনাক দম্পতি। এরপরই রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিতে শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে যোগ দেন তিনি।

দিল্লি সফরকালে বেশকিছু জনপ্রিয় রেস্টুরেন্টে যাওয়ার পরিকল্পনা রয়েছে সুনাক দম্পতির। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই ঋষি সুনাকের প্রথম ভারত সফর।

এটিএম/

Exit mobile version