Site icon Jamuna Television

ছাত্রলীগ নেতাকে পেটানোর অভিযোগে এডিসি হারুন প্রত্যাহার

পুলিশ কর্মকর্তা হারুন-অর-রশীদ।

ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগে রমনা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদকে প্রত্যাহারে করা হয়েছে। শনিবার রাতে মারধরের ঘটনার পর রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাকে প্রত্যাহার করে ডিএমপি সদরদফতরে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে, শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইম ও শহিদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন ছাত্রলীগ নেতারা। তারা অভিযোগ করেন, নারীঘটিত একটি বিষয়ে রমনা বিভাগের এডিসি হারুনুর রশিদের সঙ্গে শনিবার রাতে বাক-বিতণ্ডা হয় ছাত্রলীগ নেতাদের। এর জের ধরে তাদের থানায় তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন।

এটিএম/

Exit mobile version