Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফরাসি প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সাথে বৈঠকে বসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

এর আগে সোয়া দশটার দিকে নিজ কার্যালয়ের টাইগার গেইটে ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রেসিডেন্ট ম্যকরনের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনা শুরু হয়। নানা আলোচনায় অংশ নেবেন দুই নেতা।

এ সফরে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনার পাশাপাশি স্যাটেলাইট ও উড়োজাহাজের বিষয়ে এয়ারবাস কেনার বিষয়ে দুটি এবং স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নের জন্য একটি সম্মতিপত্র সই হবে। এছাড়া নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি সমঝোতা স্মারক সই হবে। চুক্তি স্বাক্ষরের পর যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।

এটিএম/

Exit mobile version