Site icon Jamuna Television

সামরিক অভ্যুত্থানের ৫০তম বার্ষিকীতে উত্তাল চিলি

সামরিক অভ্যুত্থানের ৫০তম বার্ষিকীতে উত্তাল হয়ে উঠলো চিলি। অভ্যুত্থান বিরোধীদের ডাকে রোববার (১০ সেপ্টেম্বর) রাজধানী সান্টিয়াগোর রাজপথে নামে শত শত মানুষ। খবর আল জাজিরার।

পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা হয়। বিক্ষোভ মিছিলে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর কেন্দ্রে জড়ো হয় আন্দোলনকারীরা। কালো মাস্কে ঢাকা ছিল তাদের মুখ। আগে থেকেই মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল ছুড়ে মারে কোনো কোনো বিক্ষোভকারী। জবাবে টিয়ার গ্যাস ও জলকামান ছোড়ে পুলিশ। ছড়ায় ব্যাপক সংঘর্ষ।

১৯৭৩ সালে জেনারেল অগাস্তো পিনোশের নেতৃত্বে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত করা হয় গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট সালভাদর আলেন্দকে। স্বৈরশাসনের আমলে হত্যা, গুম ও নির্যাতনের শিকার হয় অনেকে। প্রাণ যায় ৩ হাজার মানুষের।

এটিএম/

Exit mobile version