Site icon Jamuna Television

বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ না করায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন সোমবার (১১ সেপ্টেম্বর) এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে, গত ২৬ জুলাই বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ইকবাল হাসান মাহমুদ টুকুর ৯ বছরের সাজার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন। বিচারিক আদালতে রায় পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। ১৫ দিন পূর্ণ হওয়ার পরও টুকু আত্মসমর্পণ না করায় বিচারক এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

প্রায় ৫ কোটি টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে ২০০৭ সালে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা দায়ের করে দুদক।

/এমএন

Exit mobile version