
কারাগার থেকে পলায়ন করছে দানেলো। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে পলাতক খুনি দানেলো ক্যাভেলকেন্তের সন্ধানে এখনও চলছে তোলপাড়। রোববার (১০ সেপ্টেম্বর) তাকে ধরিয়ে দিলে ২০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দেয় মার্কিন পুলিশ। খবর রয়টার্সের। 
কর্তৃপক্ষ জানায়, পালানোর পর নিজের চেহারা বদলে ফেলেছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওই আসামি। চুল-দাঁড়ি কেটে জামা-কাপড় পাল্টে নিয়েছে ভিন্ন চেহারা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শহরের বিভিন্ন জায়গায় একাধিকবার ঘুরছেন তিনি।  
পুলিশ জানায়, একটি সাদা ফোর্ড ভ্যান চুরি করে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছে দানেলো। ভ্যানটি নিয়ে পূর্ব পিকেল্যান্ডের অভিমুখে প্রায় ২৫ মাইল ভ্রমণ করতে দেখা গেছে তাকে।     
গত ৩১ আগস্ট ফিলাডেলফিয়ার চেস্টার কাউন্টি কারাগার থেকে পালিয়ে যায় ৩৪ বছর বয়সী দানেলো ক্যাভেলকেন্তে। নিজের প্রেমিকাকে খুনের দায়ে দানেলোকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় মার্কিন আদালত। ব্রাজিলেও একটি খুনের দায়ে অভিযুক্ত সে। 
/এএম   
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply