Site icon Jamuna Television

শিক্ষাছুটি শেষে যোগদান না করায় দুই শিক্ষকের নিয়োগ বাতিল

শিক্ষাছুটির নির্দিষ্ট সময় পার হলেও বিভাগে যোগদান না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষকের নিয়োগ বাতিল করেছে সিন্ডিকেট। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

‘সভায় উপস্থিত এক সিন্ডিকেট সদস্য’ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিয়োগ বাতিল হওয়া শিক্ষকরা হলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাশফিকুর রহমান খান এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রভাষক তামান্না আফরিন রিমি।

Exit mobile version