Site icon Jamuna Television

রমনায় নতুন এডিসি শাহ্ আলম

ডিএমপির লোগো

ডিবি-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের এডিসি শাহ্ আলম মো. আখতারুল ইসলামকে রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (রমনা জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ পদায়ন করা হয়।

এর আগে, ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে মারধরের ঘটনায় রমনা বিভাগের এডিসি হারুন অর রশীদকে প্রথমে পিওএম এবং পরে এপিবিএনে বদলি করা হয়। পরে সোমবার বিকেলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১) প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

/এএম

Exit mobile version