Site icon Jamuna Television

পুতিনের সাথে দেখা করতে রাশিয়ার পথে কিম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাতে রাশিয়ার উদ্দেশে যাত্রা করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ প্রকাশ করে এ তথ্য। খবর রয়টার্সের।

তারা জানায়, রোববার বিকেলেই ব্যক্তিগত ট্রেনে রওয়ানা দেন কিম। তার পিয়ংইয়ং ছাড়ার ছবি প্রকাশ করেছে কেসিএনএ। বুলেটপ্রুফ সাজোয়া ট্রেনে ওঠার আগে কিমকে গার্ড অব অনার প্রদান করে সেনাবাহিনী। রীতিমত উৎসবমুখর পরিবেশ ছিল রেলস্টেশনে। কর্মকর্তারা করতালির মধ্য দিয়ে বিদায় জানান কিমকে। সফরে তার সাথে আছেন শীর্ষ সরকারি কর্মকর্তা ও সামরিক বাহিনীর সদস্যরা। তবে উত্তর কোরিয়ার কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে কিম-এর ট্রেনের অবস্থান সম্পর্কে জানা যায়নি।

মঙ্গলবার ভ্লাদিভোস্তকে পুতিন-কিম বৈঠকের সম্ভাবনা। চার বছরে এটাই প্রথম বিদেশ সফর কিমের। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানান, আলোচনার প্রধান এজেন্ডা হবে প্রতিবেশি দেশগুলোর সাথে সম্পর্ক। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের উদ্বেগ, রাশিয়াকে পরমাণু অস্ত্র দিয়ে সহায়তা করতে পারে উত্তর কোরিয়া। সবশেষ ২০১৯ সালে দেখা হয় পুতিন-কিম-এর।

এটিএম/

Exit mobile version