Site icon Jamuna Television

নানা বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ২য় শ্রেণির শিক্ষার্থী, গ্রেফতার ১

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ২য় শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নানার ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই শিক্ষার্থীকে। এরপর বিকেলে শিক্ষার্থীর নানী বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত শাহ আলম হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত ধর্ষক শাহ আলম হাওলাদার (৪৫) ভান্ডারিয়ার ইকড়ি ইউনিয়নের বোথলা গ্রামে মৃত কাছেম আলী হাওলাদারের ছেলে।

ধর্ষণের শিকার শিক্ষার্থীর নানি জানান, তার নাতী স্থানীয় পূর্ব বোথলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। নানা বাড়ি বেড়াতে গেলে তাকে একা ঘরে রেখে দুপুরে দেড়টার দিকে তিনি গোসল করতে যান। ঘর ফাঁকা ও একা পেয়ে তার আট বছরের নাতনীকে একই বাড়ির শাহ আলম মুখে গামছা বেধেঁ জোরপূর্বক ধর্ষণ করে। গোসল শেষে ফিরে এসে তিনি এ ঘটনা দেখতে পেলে শাহ আলম দ্রুত পালিয়ে যায়। তখন তিনি চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, অভিযুক্ত শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর নানী বাদী হয়ে থানায় মামলা করেছে।

এটিএম/

Exit mobile version