Site icon Jamuna Television

রামের পর এবার জটাধারী শিবের চরিত্রে দক্ষিণী সুপারস্টার প্রভাস

ছবি: সংগৃহীত।

বিষ্ণু মাঞ্চুর আসন্ন চলচ্চিত্র ‘কান্নাপ্পা’-এ জটাধারী শিবের ভূমিকায় সিনেপর্দায় অবতরণ করতে যাচ্ছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। গুঞ্জন রয়েছে, এই নতুন প্রকল্পে তাকে হিন্দু ধর্মের দেবতা শিবের চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে।

ছবি: সংগৃহীত।

সম্প্রতি, বিষ্ণু মাঞ্চু নিজেই বিষয়টি নিশ্চিত করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) লিখেছেন, “হর হর মহাদেব”।

এর আগে ‘আদিপুরুষ’ সিনেমায় রামের ভূমিকায় অভিনয় করে বিতর্কে জড়িয়েছিলেন প্রভাস। সেই বিতর্ক শেষ হতে না হতেই শিবের চরিত্রে অভিনয়ের জেরে ফের বিতর্কের মুখে তিনি।

এদিকে, কট্ররপন্থি হিন্দু একাধিক সংগঠন প্রভাসের সমালোচনা করেছেন। বলছেন, প্রভাস ধর্ম নিয়ে তামাশা শুরু করেছেন। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে প্রভাস জানিয়েছেন, তিনি তার পছন্দের যেকোনো চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করে রেখেছেন।

/এআই/এটিএম

Exit mobile version